ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫
আপডেট : ০৭ জুলাই ২০২৫
আজ সোমবার সকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গকুলদাশেরবাগ এলাকার জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ড. রফিকুল আবরার বলেন,
“বিগত সময় আমাদের কথা বলার অধিকার ছিল না। আমাদের প্রজা বানিয়ে রাখা হয়েছিল। কিন্তু আমাদের শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে সেই অবস্থা থেকে জাতিকে মুক্ত করেছে। তারা নতুন বাংলাদেশের সূচনা করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শহীদদের স্মরণে আলাদা আলাদা অনুষ্ঠান হওয়া উচিত, যাতে শিক্ষার্থীরা ইতিহাস সম্পর্কে সচেতন হয়।”
শিক্ষা উপদেষ্টা আরও বলেন,
“নতুন বাংলাদেশের সূচনার দায়িত্ব কিছুটা এখন আমাদের ওপর পড়েছে। আমি আশা করি, আগামীর নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে, তারা সাধারণ মানুষের স্বপ্ন বাস্তবায়নের কাজ করবে।”
তিনি বলেন,
“আমাদের এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যা শিক্ষার্থীদের শুধু কর্মদক্ষ নয়, নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে। সেই শিক্ষার বীজ আজ থেকেই বোনা উচিত।”
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে উপদেষ্টা বলেন,
“মাদ্রাসা শিক্ষাকেও যুগোপযোগী করে তুলতে হবে। প্রযুক্তি, বিজ্ঞান ও সামাজিক বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ রাখতে হবে।”