ডেস্ক রিপোর্ট
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১০:২৭ এএম
আপডেট: বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১০:২৭ এএম
নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত এক উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে মঙ্গলবার (২৯ জুলাই) তিনি এই আহ্বান জানান।
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন,
“ইসরাইল এ পর্যন্ত ৫৮ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। এটি অব্যাহত গণহত্যা। মানবতাবিরোধী অপরাধে জড়িতদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।”
তিনি জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের মাধ্যমে টেকসই শান্তি প্রতিষ্ঠায় সক্রিয় হওয়ার আহ্বান জানান।
তৌহিদ হোসেন বলেন,
“ফিলিস্তিনি ও ইসরাইলি রাষ্ট্রের পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করাই হচ্ছে একমাত্র টেকসই সমাধান। এ লক্ষ্যে জাতিসংঘ ও বিশ্ব সম্প্রদায়ের আরও কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা প্রয়োজন।”
বাংলাদেশের পক্ষ থেকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করা হয়।
গাজা পুনর্গঠনে আরব উদ্যোগকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন:
“বাংলাদেশ জাতিসংঘের নেতৃত্বে গাজা পুনর্গঠনে অংশ নিতে প্রস্তুত।”
তিনি আরও বলেন, ত্রাণ বিতরণ কার্যক্রমে কোনো বাধা এলে তা সর্বাত্মকভাবে প্রতিহত করা উচিত।
‘ইস্যু অব প্যালেস্টাইন ও টু-স্টেট সল্যুশন বাস্তবায়ন’ বিষয়ক এই উচ্চপর্যায়ের সম্মেলনটি ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে। এতে অংশ নিচ্ছে বাংলাদেশসহ ১১৮টি দেশের প্রতিনিধিদল।
সম্মেলনের উদ্দেশ্য:
ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধান
ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে আন্তর্জাতিক ঐক্যমত
জাতিসংঘের দ্বি-রাষ্ট্র নীতির বাস্তবায়ন