ডেস্ক রিপোর্ট
প্রকাশ: বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ০৯:৩৭ এএম
আপডেট: বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ০৯:৩৭ এএম
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচন পর্যন্ত এই প্রস্তুতিতে কোনো বিরতি থাকবে না। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বুধবার (৬ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন,
“একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে আমাদের সামনে চ্যালেঞ্জ অবশ্যই থাকবে। তবে আমরা সব ধরনের প্রস্তুতি নেব।”
এর আগে গতকাল (৫ আগস্ট) সন্ধ্যায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন,
“আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের **ফেব্রুয়ারির মধ্যে আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হবে।”
তিনি আরও বলেন,
“এই নির্বাচনে আমরা চাই প্রবাসী ভোটাররাও যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। প্রয়োজনীয় সব প্রস্তুতির জন্য আমরা কাল থেকেই মানসিক ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতি শুরু করব।”
প্রধান উপদেষ্টার ঘোষণার মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে চলমান নির্বাচন নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার একটি বড় অংশের অবসান ঘটলো। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও দ্রুত প্রস্তুতির বার্তা আসায় রাজনৈতিক দলগুলো এখন নিজেদের নির্বাচনী প্রস্তুতি জোরদার করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
#জাতীয়_নির্বাচন২০২৬ #নির্বাচন_কমিশন #CEC #নির্বাচন_খবর #ডঃ_মুহাম্মদ_ইউনূস #প্রধান_উপদেষ্টা #বাংলাদেশ_রাজনীতি #ভোটার_তথ্য #প্রবাসী_ভোটার #আগামী_নির্বাচন