রোববার (২৩ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বায়তুল মোকাররম সভাকক্ষে যাকাত বোর্ডের এক সেমিনারে তিনি এ কথা বলেন।
সেমিনারে ধর্ম উপদেষ্টা বলেন, এবার যাকাত ফান্ড থেকে ১১ কোটি টাকা প্রদান করা হবে। দেশে যাকাতের প্রচারণা তেমন হয়নি উল্লেখ করে তিনি জানান, ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫,২২০ জন ইমাম-মুয়াজ্জিনকে অনুদান দেওয়া হয়েছে।
সবশেষে যাকাতের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সমাজে যাকাতের গুরুত্ব ছড়িয়ে দিতে হবে। গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, দেশে সবচেয়ে বেশি যাকাত আদায় হয় চট্টগ্রাম থেকে।
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
বাংলাদেশে গুম থেকে ফিরে না আসা ২০০ নিখোঁজ ব্যক্তির তালিকা গুম তদন্ত কমিশনের কাছে হস্তান্তর করেছে মানবাধিকার সংগঠন ইউনাইটেড ফর দি ভিকটিমস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস (ইউভিইডি)। গুম প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে আজ গুলশানে অনুষ্ঠিত বৈঠকে এ তালিকা হস্তান্তর করা হয়। ...
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক বিষয়ে দ্বিতীয় দফার আনুষ্ঠানিক আলোচনা আজ বুধবার (৯ জুলাই) শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (USTR) বাংলাদেশকে এই আলোচনায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানায়। এই দফার আলোচনা চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত। ...
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers