ডেস্ক রিপোর্ট
প্রকাশ: বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ১১:২৫ এএম
আপডেট: বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ১১:২৫ এএম
বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. লুৎফর রহমান এবং লাওস সরকারের পক্ষে স্বাক্ষর করেন ভিয়েতনামে নিযুক্ত লাওসের রাষ্ট্রদূত খামফাও এনথাভান।
রাষ্ট্রদূত লুৎফর রহমান এই সমঝোতা স্মারককে একটি কূটনৈতিক মাইলফলক হিসেবে উল্লেখ করে বলেন, এটি দুই দেশের মধ্যে নিয়মিত কূটনৈতিক সংলাপ ও উচ্চ পর্যায়ের আলোচনা আয়োজনের পথ সুগম করবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ-লাওস সম্পর্ক বহুমাত্রিক পরিসরে আরও গভীর হবে — বিশেষ করে অর্থনীতি, সংস্কৃতি, বিনিয়োগ ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে।
তিনি আরও জানান, “বাংলাদেশ আসিয়ান-এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে আগ্রহী। এই চুক্তি শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচন করবে।”
লাওসের রাষ্ট্রদূত খামফাও এনথাভান চুক্তিটি সফলভাবে বাস্তবায়নে বাংলাদেশের দূতাবাসের সক্রিয় ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একটি স্থায়ী ফোরাম গঠিত হলো, যা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিয়মিত সংলাপ ও সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে।”
দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করার জন্য উভয় পক্ষই অঙ্গীকার ব্যক্ত করেন।
#বাংলাদেশলাওস #সমঝোতাস্মারক #দ্বিপাক্ষিকসম্পর্ক #পররাষ্ট্রনীতি #বাংলাদেশ #লাওস #কূটনৈতিকসম্পর্ক #এফওসি #আসিয়ান #বাংলাদেশদূতাবাস #আন্তর্জাতিকসংযোগ #ForeignPolicyBD