ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২২ জুলাই ২০২৫
আপডেট : ২২ জুলাই ২০২৫
বিবৃতিতে আরও বলা হয়,
“মিডিয়ার কিছু প্রতিবেদনে বলা হচ্ছে এটি একটি প্রশিক্ষণ বিমান ছিল। আমরা আবারও স্পষ্ট করে জানাচ্ছি, এটি ছিল FT-7 BGI মডেলের একটি ফুল-স্কেল যুদ্ধবিমান, যেটি তখন একটি প্রশিক্ষণ মিশনে অংশ নিচ্ছিল।”
আইএসপিআর জানায়:
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি কুর্মিটোলা বিমানঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়ন করে
কয়েক মিনিটের মধ্যেই এটি উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিধ্বস্ত হয়
বিমানটি স্কুল ভবনের দ্বিতীয় তলায় আছড়ে পড়ে
সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এবং শুরু হয় ধ্বংসযজ্ঞ
সরকারের পক্ষ থেকে ২৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে ২৫ জন শিশু
আহত অবস্থায় ৭৮ জন চিকিৎসাধীন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক
ঘটনার ভয়াবহতা নিয়ে জাতি গভীর শোক ও ক্ষোভে নিঃশব্দ
FT-7 BGI হচ্ছে দ্বিতীয় প্রজন্মের চায়না-নির্মিত ফাইটার জেট, যা মূলত মিগ-২১-এর রি-ইঞ্জিনিয়ারড সংস্করণ।
এটি দুই আসনবিশিষ্ট, যার একটি মূলত পাইলট প্রশিক্ষণেও ব্যবহৃত হতে পারে
তবে এর কাঠামো ও অস্ত্র সজ্জা একে পূর্ণাঙ্গ যুদ্ধবিমান হিসেবে সক্ষম করে তোলে
জনগণের মাঝে বিভ্রান্তি দূর করা এবং বিমানটির প্রকৃত প্রকৃতি (Combat-ready Jet) সম্পর্কে সঠিক তথ্য জানানো।
#আইএসপিআর #FT7BGI #যুদ্ধবিমান #মাইলস্টোন_বিমান_দুর্ঘটনা #মিথ্যা_তথ্য_পরিষ্কার #বাংলাদেশ_বিমানবাহিনী #CombatAircraft #MilestoneCrash #BreakingBDNews