ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২২ জুলাই ২০২৫
আপডেট : ২২ জুলাই ২০২৫
এই সিদ্ধান্তের কথা জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন,
“একাধিক দলের স্পষ্ট অভিমত—একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতা থাকা উচিত নয়।”
১। প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে সিদ্ধান্ত
২। তত্ত্বাবধায়ক সরকারের ওপর চূড়ান্ত আলোচনা
৩। সংবিধানিক নিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর বিধান (ইসি, পিএসসি, অডিটর জেনারেল, দুদক, ন্যায়পাল ইত্যাদি)
মতের পক্ষে (এক ব্যক্তি, এক পদ) | মতের বিপক্ষে (এক ব্যক্তি, তিন পদ) |
---|---|
জামায়াতে ইসলামি | বিএনপি |
এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) | এলডিপি |
ইসলামী আন্দোলন | লেবার পার্টি |
কমিউনিস্ট পার্টি | এনডিএম |
জাতীয় সমাজতান্ত্রিক দল | ১২ দলীয় জোট |
গণসংহতি আন্দোলন | জাতীয়তাবাদী সমমনা জোট |
অন্যান্য ছোট দল | আম জনতার দল |
👉 বেশিরভাগ দল মনে করছে, দলীয় প্রধান প্রধানমন্ত্রী হলে ক্ষমতার অপব্যবহারের ঝুঁকি বাড়ে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক প্রভাবের আওতায় পড়ে।
আলী রীয়াজ জানান, যারা একমত হতে পারেননি, তারা চাইলেই জাতীয় সনদে "নোট অব ডিসেন্ট" দিতে পারবেন।
“এটা কমিশনের নীতিগত সিদ্ধান্ত। অতীতে যেমন হয়েছে, এবারও তেমনি নথিভুক্ত করা হবে,” — বলেন তিনি।
জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়,
“জুলাই মাসের মধ্যেই চূড়ান্ত জাতীয় সনদ সই করতে হবে। দলগুলো যেন সিদ্ধান্ত চূড়ান্ত করতে বিলম্ব না করে।”
#জাতীয়_ঐকমত্য #একব্যক্তি_একপদ #প্রধানমন্ত্রী_দলীয়প্রধান #রাজনৈতিক_সংলাপ #আলী_রীয়াজ #নোট_অব_ডিসেন্ট #BDPolitics #GovtReform #নির্বাচনী_সংস্কার