ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫
আপডেট : ১৩ জুলাই ২০২৫
শনিবার (১২ জুলাই) দ্য গার্ডিয়ান প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এই আহ্বান জানিয়ে একটি খোলা চিঠি পাঠানো হয়েছে গত বৃহস্পতিবার।
লেবার ফ্রেন্ডস অব প্যালেস্টাইন অ্যান্ড দ্য মিডল ইস্ট নামের একটি সংগঠনের উদ্যোগে চিঠিটি পাঠানো হয়। এতে লেবার পার্টির মধ্যপন্থী ও বাম ঘরানার এমপিরা সমর্থন দিয়েছেন। চিঠিটি উপস্থাপন করে:
“আমরা যদি ফিলিস্তিনকে স্বীকৃতি না দিই, তাহলে আমাদের দ্বি-রাষ্ট্র সমাধান নীতিকেই আমরা দুর্বল করে ফেলি।”
চিঠিতে বিশেষভাবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর পরিকল্পনার কড়া সমালোচনা করা হয়। তার ঘোষণা অনুযায়ী, রাফাহ শহরে একটি “মানবিক শহর” গড়ে গাজার বাসিন্দাদের বাধ্যতামূলকভাবে স্থানান্তর করার কথা বলা হয়েছে।
এমপিরা একে বলছেন:
“এটি জোরপূর্বক জনগণ সরিয়ে নেওয়ার একটি রূপ, যা মূলত ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার পরিকল্পনা। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন।”
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে অবিলম্বে স্বীকৃতি
ইউএনআরডব্লিউএ-এর অর্থায়ন পুনরায় চালু
ইসরায়েলি বসতিতে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা
বন্দি করা ফিলিস্তিনি নাগরিকদের মুক্তির বিষয়টি জোরালোভাবে তোলা
চিঠিটি পাঠানো হয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে। চিঠিতে তাঁকে সতর্ক করে বলা হয়েছে, বর্তমান অবস্থান পরিবর্তন না করলে যুক্তরাজ্যের নীতিই দ্বিমুখী হয়ে পড়বে, যা ইসরায়েলের দখলদারতাকে কার্যত অনুমোদন দেবে।
#PalestineRecognition #UKPolitics #LabourParty #GazaCrisis #IsraelPalestine #MiddleEast #UNRWA #HumanRights #TwoStateSolution #সংবাদবাংলা