ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫
আপডেট : ১৩ জুলাই ২০২৫
রোববার (১৩ জুলাই) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব কাজী মো. মামুনুর রশিদ এসব কথা বলেন।
কাজী মো. মামুনুর রশিদ বলেন:
“পুরান ঢাকায় নারকীয় হত্যাকাণ্ডসহ দেশব্যাপী সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ, দখল, খুন—এসব ঘটনায় মানুষ ভয় ও অনিশ্চয়তায় ভুগছে। জানমালের নিরাপত্তা আজ অনুপস্থিত। দেশ এক চরম পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে।”
তিনি মনে করেন, এসব ঘটনার পেছনে অন্তর্বর্তী সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হচ্ছে।
জাতীয় পার্টি (রওশন) দাবি করে, দেশের চলমান সংকট নিরসনে জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে:
তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর
সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান
সন্ত্রাস, ধর্ষণ, খুন, চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি
জাতীয় ঐক্যের ডাক
সংবাদ সম্মেলনে মহাসচিব অভিযোগ করেন, বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে দেশি-বিদেশি অপশক্তি ষড়যন্ত্রে লিপ্ত।
“বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু, এরশাদ সরকারের পতন—সবই বিদেশি ষড়যন্ত্রের অংশ। এখন সেই একই চক্র নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সরকারকেও অস্থিতিশীল করতে চায়।”
মামুনুর রশিদ বলেন, যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্ক আরোপ দেশের অর্থনীতির জন্য বড় অশনিসংকেত। তিনি আরও দাবি করেন, গত ১১ মাসে বিদেশি বিনিয়োগ একেবারেই আসেনি।
তবে সাংবাদিকদের প্রশ্নে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের প্রথম তিন মাসেই রেকর্ড পরিমাণ বিনিয়োগ এসেছে।
এতে জাতীয় পার্টির মহাসচিব বলেন:
“আমাদের ধারণা এটি আসলে প্রবাসী রেমিট্যান্স, বিদেশি বিনিয়োগ নয়। আমরা কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে তথ্য যাচাই করে ভবিষ্যতে এ বিষয়ে বক্তব্য দেব।”
সংবাদ সম্মেলনের শেষভাগে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের প্রতি সরাসরি আহ্বান জানিয়ে মামুনুর রশিদ বলেন:
“মানুষ এখন সেনাবাহিনীর দিকে চেয়ে আছে। দেশকে এই আতঙ্কের অবস্থা থেকে মুক্ত করতে এখন আপনার দায়িত্ব অনেক বড়।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন:
প্রেসিডিয়াম সদস্য শফিকুর রহমান
খন্দকার মনিরুজ্জামান
সৈয়দ ওয়াহেদুল ইসলাম
হাফসা সুলতানা প্রমুখ।
আইনের শাসন ভেঙে পড়েছে, মানুষ নিরাপত্তাহীনতায়
তত্ত্বাবধায়ক সরকার ও সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দাবি
দেশের বিরুদ্ধে দেশি-বিদেশি চক্রান্ত চলছে
অধ্যাপক ইউনূস সরকার সংকট সামাল দিতে পারছে না
বিনিয়োগ কম, যুক্তরাষ্ট্রের শুল্ক অর্থনীতির জন্য হুমকি
সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা