ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫
আপডেট : ১৩ জুলাই ২০২৫
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের একটি সূত্র জানায়, এই আমের চালানটি সোমবার (১৫ জুলাই) ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছাবে। সেখান থেকে আমগুলো ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর, বিভিন্ন কূটনীতিক মিশন এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের মাঝে বিতরণ করা হবে— দুই দেশের সৌহার্দ্যের প্রতীক হিসেবে।
এ ছাড়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একইভাবে হাড়িভাঙ্গা আম পাঠানো হচ্ছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক ও ভৌগোলিক সংযোগ বিবেচনায় এই শুভেচ্ছা উপহারকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
‘আম কূটনীতি’ বাংলাদেশের এক বিশেষ সাংস্কৃতিক কূটনৈতিক উদ্যোগ, যার মাধ্যমে প্রতিবেশী বন্ধু রাষ্ট্রগুলোকে মৌসুমি ফল আম উপহার দেওয়া হয়। আগের প্রশাসনগুলোর সময়েও ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নেতাদের আম পাঠানো হয়েছে। এবারও সেই ঐতিহ্য অনুসরণ করছে অন্তর্বর্তী সরকার।
চলতি বছরের আম উপহার কার্যক্রমটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং নির্বাচিত রপ্তানিকারকের মাধ্যমে পরিচালিত হয়েছে।
উল্লেখ্য, হাড়িভাঙ্গা আম বাংলাদেশের রংপুর অঞ্চলের বিখ্যাত একটি আমের জাত, যার স্বাদ, গন্ধ ও গুণগত মানের জন্য এটি দেশ-বিদেশে জনপ্রিয়। প্রতিবছর আম মৌসুমে এই আম ভারতের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়— কখনও কূটনৈতিক, আবার কখনও বাণিজ্যিক উদ্দেশ্যে।
বিষয় | তথ্য |
---|---|
উপহার | ১,০০০ কেজি হাড়িভাঙ্গা আম |
প্রাপক | ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি |
পাঠাচ্ছেন | বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস |
পরিচালনায় | বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় |
পৌঁছাবে | ১৫ জুলাই, নয়াদিল্লি |
বিশেষতা | মৈত্রীর প্রতীক, আম কূটনীতি |
#আম_কূটনীতি #মৈত্রী_বাংলাদেশ_ভারত #হাড়িভাঙ্গা_আম #NarendraModi #Diplomango