ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫
আপডেট : ১৩ জুলাই ২০২৫
রোববার (১৩ জুলাই) বিবিসি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন সিইসি।
নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে জানতে চাইলে সিইসি বলেন:
“যেটা সব সময় উনি (প্রধান উপদেষ্টা) বলে আসছেন, সেটাই জানি, যেটা আপনি জানেন—দেশবাসী জানে। সরকার কিংবা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা আসেনি। আমাদের প্রস্তুতি ডিসেম্বর থেকেই শুরু, কিন্তু এখনো নির্দিষ্ট দিন জানানো হয়নি।”
তিনি আরও বলেন,
“ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি টু রেসপন্ড, আমি নিজেই জানি না এক্স্যাক্ট ডেট। তবে ফেব্রুয়ারি, রমজানের আগে অথবা এপ্রিলের প্রথমার্ধে ভোট হতে পারে।”
সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে প্রস্তুতির নির্দেশনা আসলেও নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে রাজনৈতিক সমঝোতা এখনো চূড়ান্ত নয়। তবে নির্বাচন কমিশন ডিসেম্বর থেকেই প্রস্তুতি শুরু করেছে।
সিইসি বলেন:
“নির্বাচন কমিশন স্বাধীনভাবে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। আমরা সম্পূর্ণ প্রস্তুত। যে দিন নির্বাচন হোক না কেন, আমাদের লক্ষ্য সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া।”
জাতীয় নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক হতে পারে—এমন সম্ভাবনার কথাও উড়িয়ে দেননি সিইসি। তবে তিনি আশাবাদী।
“চ্যালেঞ্জ আছে, কিন্তু সম্ভব। জনগণ যদি আমাদের সঙ্গে থাকে, কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতিই সমস্যার কারণ হবে না।”
তিনি জানান, সরকার ইতোমধ্যে পুলিশ, বিজিবি, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুতির নির্দেশ দিয়েছে।
নির্বাচনের সময় নিয়ে সরকার ও বিএনপির মধ্যে দীর্ঘদিন ধরেই দরকষাকষি চলছে। বিএনপি ডিসেম্বরে ভোটের দাবি জানালেও সরকার এখনো আনুষ্ঠানিক কোনো তারিখ ঘোষণা করেনি। এই প্রেক্ষাপটে সিইসির মন্তব্যটি নির্বাচনের সময়কাল ঘিরে চলমান জল্পনা-কল্পনায় নতুন মাত্রা যোগ করেছে।
বিষয়ের ধরণ | তথ্য |
---|---|
নির্বাচন কমিশনের প্রস্তুতি | ডিসেম্বর থেকে |
সম্ভাব্য সময়কাল | ফেব্রুয়ারির শুরু / রমজানের আগে / এপ্রিলের প্রথমার্ধ |
সরকার থেকে নির্দেশনা | আনুষ্ঠানিক কিছু এখনো নয় |
চ্যালেঞ্জ | আইনশৃঙ্খলা পরিস্থিতি |
কমিশনের প্রস্তুতি | সম্পূর্ণ ও আত্মবিশ্বাসী |
রাজনৈতিক প্রেক্ষাপট | বিএনপি ডিসেম্বর চায়, সরকার নিরুত্তর |
#জাতীয়_নির্বাচন #সিইসি #নির্বাচনের_সম্ভাব্য_তারিখ #বিএনপি #আওয়ামী_লীগ #নির্বাচন_২০২৫ #বাংলাদেশ_রাজনীতি #নির্বাচন_কমিশন