ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫
আপডেট : ০৫ জুলাই ২০২৫
বিশেষ করে করলা, বরবটি, বেগুন, ঝিঙাসহ বেশ কয়েকটি সবজির দাম এখন ৬০ থেকে ১০০ টাকার মধ্যে থাকছে। একইভাবে ঈদের পর থেকে মিনিকেট, ব্রি-২৮ ও পাইজাম চালের দাম বেড়ে ৬০ থেকে ৯২ টাকা প্রতি কেজিতে পৌঁছেছে।
সবজির দাম: বাজারে করলা ৮০-৯০, বরবটি ৮০-১০০, বেগুন ৭০-১০০, ঢ্যাঁড়শ ৬০-৭০, ঝিঙা ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। শিমের কেজি দাম ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত উঠেছে।
চালের দাম: মিনিকেট চাল ৮২ থেকে ৯২ টাকা, ব্রি-২৮ ও পাইজাম চাল ৬০ থেকে ৬৫ টাকা, নাজিরশাইল চাল ৮৪ থেকে ৯০ টাকা।
মুরগি ও ডিম: ব্রয়লার মুরগি ১৫০ থেকে ১৬০ টাকা, সোনালি মুরগি ২৮০ থেকে ৩২০ টাকা, ডিম প্রতি ডজন ১২০ টাকা।
মাছ ও মাংস: ইলিশ ২ হাজার ৭০০ টাকা, গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা, খাসি ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মসলাজাতীয়: আদা ১৪০ থেকে ১৮০, রসুন ১২০ থেকে ২০০, ডালও সামান্য বেড়েছে।
পেঁয়াজ ও আলু: তুলনামূলকভাবে দাম স্থিতিশীল, দেশি পেঁয়াজ ৫৫-৬০ টাকা, আলু ২৫-৩০ টাকা।
মুদি ও চিনির দাম: প্রায় অপরিবর্তিত, খোলা চিনি কেজিতে ১০৫ টাকা।
মোহাম্মদপুর এলাকার বাসিন্দা জামাল উদ্দিন বলেন, “আগে যে টাকা দিয়ে দুই দিনের বাজার হতো, এখন এক দিনও যাচ্ছেনা।”
কারওয়ান বাজারের বিক্রেতারা জানান, ঈদের পর সরবরাহ শৃঙ্খলায় বিঘ্ন, আড়ত থেকে দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও দাম বাড়ছে।
সবজির দাম
, চালের দাম
, নিত্যপণ্য
, গরুর মাংস
, ইলিশ মাছ
, মুরগির দাম
, বাংলাদেশ বাজার
, দৈনন্দিন জীবন
, মুদিপণ্য
, আর্থিক চাপ