ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫
আপডেট : ০৫ জুলাই ২০২৫
রাজধানীর তেজগাঁওয়ের বিএফডিসি মিলনায়তনে "জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয়" শীর্ষক ছায়া সংসদে বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি।
✅ সাজাপ্রাপ্ত কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না
✅ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আইসিটি আইনে বিচার সম্ভব
✅ নতুন সংবিধান লেখার ভাবনা উত্থাপন
✅ মব সন্ত্রাস বিচার বিভাগের প্রতি অনাস্থা নয়, দীর্ঘদিনের জমে থাকা ক্রোধ
✅ আওয়ামী লীগ সামাজিক ও রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য হয়ে পড়েছে
✅ জুলাই চেতনার মূল লক্ষ্য — সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা
“যারা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন, তারা কোনো রাজনৈতিক দলের নয়, তারা ছিলেন সাধারণ নাগরিক।”
“আওয়ামী লীগকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা সহযোগিতা করছে, তারাও অপরাধী হিসেবে গণ্য হবে।”
“৭২-এর সংবিধান এখনো বিশ্বের সেরা সংবিধানগুলোর একটি, তবে বিতর্কিত সংশোধনীগুলো বাদ দিয়ে এটি আরও সময়োপযোগী করা যেতে পারে।”
“আমরা নতুন সংবিধান লিখতে পারি, আপত্তি নেই — কিন্তু সেটি ঐতিহাসিক সত্যের ভিত্তিতে হতে হবে।”
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন
বিচারক মণ্ডলী:
অধ্যাপক আবু মোহাম্মদ রইস
উপসচিব রোকেয়া পারবীন জুই
সাংবাদিক হাসান জাবেন
উন্নয়ন বিশেষজ্ঞ ড. এস এম মোর্শেদ
আহমেদ সারওয়ার ভূইয়া
#জুলাইচেতনা
#আন্তর্জাতিকঅপরাধট্রাইব্যুনাল
#সংবিধান২০২৫
#ফ্যাসিস্টআওয়ামীলীগ
#সুশাসন
#DebateForDemocracy
#বাংলাদেশনির্বাচন
#জাতীয়নির্বাচন২০২৫
#আসাদুজ্জামান