ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫
আপডেট : ০৫ জুলাই ২০২৫
এর ফলে ডেবিট বা ক্রেডিট কার্ডের পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) যেমন বিকাশ, রকেট, নগদ, উপায়, এমক্যাশ, ট্রাস্টপে ইত্যাদির মাধ্যমে শুল্ক-কর পরিশোধ করা যাবে।
এনবিআর জানিয়েছে, আমদানিকারক, রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ প্রতিনিধিরা এখন ঘরে বসে অনলাইনে এ চালানের মাধ্যমে শুল্ক-কর পরিশোধ করে সিস্টেম জেনারেটেড রসিদ নম্বর প্রদর্শন করে দ্রুত বন্দর থেকে পণ্য খালাস করতে পারবেন। একই সঙ্গে যেকোনো ব্যাংকের মাধ্যমে কর পরিশোধের সুবিধাও অব্যাহত থাকবে।
গত এপ্রিল মাসে প্রথমে আইসিডি কমলাপুর কাস্টমস হাউসে পাইলটিং শুরু হয়। এরপর পানগাঁও ও চট্টগ্রাম কাস্টম হাউসে চালু হয় এই সিস্টেম। আগামী সোমবার থেকে ঢাকা কাস্টম হাউসসহ দেশের সকল কাস্টম হাউসে এই সেবা কার্যকর হবে।
বিদ্যমান পদ্ধতিতে আরটিজিএস পদ্ধতির মাধ্যমে দিনের নির্দিষ্ট সময়ে শুল্ক-কর জমা দিলে তা সরকারি কোষাগারে জমা হতে কয়েকদিন সময় নিত। এতে সরকারের আর্থিক ক্ষতি হতো। নতুন ‘এ চালান’ পদ্ধতিতে দিনরাত যেকোনো সময়ে ঘরে বসেই অনলাইনে কর জমা দিয়ে তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে অর্থ পৌঁছাবে এবং পণ্য দ্রুত খালাস করা সম্ভব হবে।
শুল্ককর
, এ চালান
, অনলাইন কর
, বিকাশ
, রকেট
, নগদ
, বাংলাদেশ কাস্টমস
, এনবিআর
, মোবাইল পেমেন্ট
, অর্থনীতি
, সরকারি সেবা