হাবিবুর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫
আপডেট : ০৯ জুলাই ২০২৫
বুধবার (৯ জুলাই) সকাল ১০টায় তুলা উন্নয়ন বোর্ড দামুড়হুদা ইউনিট অফিস প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার। তিনি বলেন:
“তুলা আমাদের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। আমাদের পোশাক শিল্পের প্রধান কাঁচামাল হিসেবে এর চাহিদা অনেক। উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে।”
তিনি আরও বলেন, “সরকার প্রতিবছর এই খাতে বড় পরিসরে ভর্তুকি দিচ্ছে। পতিত জমি ও বাগানের ফাঁকা স্থানে তুলা চাষ করলে তা হতে পারে কৃষকের জন্য লাভজনক একটি উদ্যোগ।”
২০২৫-২৬ ইং অর্থবছরের তুলা আবাদ মৌসুমে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে নিম্নোক্ত উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়:
✅ হাইব্রিড তুলা বীজ: ৬০০ গ্রাম
✅ ইউরিয়া সার: ২৫ কেজি
✅ টিএসপি সার: ৫০ কেজি
✅ এমওপি সার: ৫০ কেজি
✅ বোরন: ২ কেজি
✅ কীটনাশক (স্পিনোস্যাড): ১০০ মি.লি
✅ কীটনাশক (ডাইফেনথিউরোন): ২০০ মি.লি
✅ ছত্রাকনাশক: ১৫০ মি.লি
✅ পিজিআর (প্লান্ট গ্রোথ রেগুলেটর): ৩০০ মি.লি
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. কামরুল হাসান, উপ-পরিচালক, তুলা উন্নয়ন বোর্ড যশোর অঞ্চল।
সঞ্চালনায় ছিলেন সেন দেবাশীষ, প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা, চুয়াডাঙ্গা ইউনিট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
তিথি মিত্র, উপজেলা নির্বাহী কর্মকর্তা, দামুড়হুদা
শারমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা
বিদ্যুৎ চন্দ্র দাস, কটন অফিসার, দামুড়হুদা ইউনিট
#তুলাচাষ #কৃষিপ্রণোদনা #দামুড়হুদা #CottonBoard #উপকরণবিতরণ #চুয়াডাঙ্গা #HybridCotton #AgriIncentiveBD #কৃষিনীতিমালা #CottonDevelopmentBoard