ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫
আপডেট : ১৩ জুলাই ২০২৫
তিনি জানিয়েছেন, এই অধ্যাদেশ সংশোধন করা হবে এবং এতে প্রশাসন বা শুল্ক ও কর ক্যাডারের কোনো আধিপত্য থাকবে না।
রোববার (১৩ জুলাই) রাজধানীর সচিবালয়ে বিদ্যুৎ বিভাগের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ফাওজুল কবির খান বলেন:
“এনবিআর থাকবে না। এই নাম শুনলে মানুষ অট্টহাসি দেয়। কেন দেয়, তা আপনারা জানেন। তাই এ নামে কিছু না থাকলেই ভালো।”
তিনি জানান, নতুন গঠিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে কারো ‘খবরদারি’ থাকবে না। সচিব পদসহ গুরুত্বপূর্ণ পদে যোগ্যতা নির্ধারিত হবে এবং স্বতন্ত্র নীতিমালার ভিত্তিতে নিয়োগ হবে।
সংবাদ সম্মেলনে উপদেষ্টা পরিষদে এমন অধ্যাদেশ অনুমোদনের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নে ফাওজুল কবির খান বলেন:
“আমরা ভবিষ্যৎ দেখতে পারি না। আমাদের সীমাবদ্ধতা আছে। এজন্য সরকার এখন ৫ সদস্যের কমিটি গঠন করেছে। আমাদের ভুল হয়েছে, সেটা আমরা সংশোধন করছি।”
এনবিআর কর্মকর্তাদের চলমান আন্দোলন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন:
“দুদককে মোটেও ব্যবহার করা হয়নি। এই প্রক্রিয়া আগেই শুরু হয়েছিল। এনবিআর কর্মকর্তারা নিজেদের আচরণ দিয়ে সরকারের আস্থা হারিয়েছেন। তারা শিশু না, কিন্তু behaved like it!”
তিনি আরও বলেন:
“এটা ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠান নয়। আন্দোলনের মাধ্যমে তারা অর্থনৈতিক ক্ষতি করেছেন। এটা কি খাতুনগঞ্জের আড়ত? এখন সময় সরকারের হারানো আস্থা ফিরিয়ে আনার।”
ফাওজুল কবির খান জানান, রাজস্ব আহরণের গতি মূল্যায়নে তারা শিগগিরই মাঠপর্যায়ে যাবেন।
“আগে কী সেবা দেওয়া হতো, এখন কী হচ্ছে—তা সরেজমিনে দেখব।”
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন শুল্ক হার নিয়ে ব্যবসায়ীরা অন্ধকারে—এমন প্রশ্নে তিনি বলেন:
“এটা পুরোপুরি সঠিক নয়। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে। শুধু শুল্ক নয়, জাতীয় নিরাপত্তা ইস্যু ও অশুল্ক বাধা নিয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে।”
তিনি জানান, এসব বিষয় নিয়ে একটি ফ্রেমওয়ার্ক তৈরির প্রক্রিয়াও চলছে।
গণপূর্ত উপদেষ্টা: আদিলুর রহমান খান
পরিবেশ উপদেষ্টা: সৈয়দা রিজওয়ানা হাসান
#রাজস্ব_অধ্যাদেশ #এনবিআর #ফাওজুল_কবির #রাজস্ব_সংস্কার #দুদক #প্রশাসন_ক্যাডার #শুল্ক_ক্যাডার #নীতিমালা #বাংলাদেশ_রাজনীতি