ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫
আপডেট : ০৫ জুলাই ২০২৫
শনিবার সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) অডিটোরিয়ামে আয়োজিত ছায়া সংসদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন,
“রাজনৈতিক ভিন্নমত থাকতে পারে, তবে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ।”
তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেন, আওয়ামী লীগ বর্তমানে আইন ও সংবিধানবিরোধী কর্মকাণ্ডের প্রতীক হয়ে উঠেছে, যার সহযোগীরা আইনি দায় এড়াতে পারবে না।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতদের বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন,
“যারা ট্রাইব্যুনালে দণ্ডিত হয়েছেন, তারা কোনোভাবেই জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না। আইন তাদের সে সুযোগ দেয় না।”
৭২-এর সংবিধান প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন,
“সংবিধান নতুন করে লেখা যেতেই পারে, তবে আমাদের বর্তমান সংবিধান মহান মুক্তিযুদ্ধে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত। এটি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান। মানুষের বিরুদ্ধে যাওয়া সংশোধনীগুলো বাদ দিয়ে এটিকে আরও যুগোপযোগী করা সম্ভব।”
বর্তমান সময়ে বিচার ব্যবস্থার প্রতি জনঅসন্তোষ ও মব জাস্টিস নিয়ে মন্তব্য করে তিনি বলেন,
“মব কালচার বিচার বিভাগের প্রতি অনাস্থা নয়, বরং দীর্ঘ বিচারপ্রক্রিয়ার বিরুদ্ধে জনরোষের বহিঃপ্রকাশ। এটি জুলাই মাসের অর্জনকে ম্লান করতে পারে। সুতরাং মব কালচার প্রতিহত করতে হবে।”
#অ্যাটর্নিজেনারেল #আওয়ামীলীগ #অপরাধ #সংবিধান #মবকালচার #বিচারব্যবস্থা #আন্তর্জাতিকঅপরাধ #ছায়া_সংসদ