প্রদীপ কুমার সাহা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫
আপডেট : ১৮ জুলাই ২০২৫
উৎসবের মাধ্যমে স্থানীয় আমকে বিশ্ব বাজারে পরিচিত করে নিরাপদ ও আধুনিক আম শিল্প গড়ার রোডম্যাপ উপস্থাপন করা হয়েছে। দুই দিনব্যাপী এ উৎসব থেকে প্রত্যাশিত আর্থিক লেনদেনের পরিমাণ ৩.৫ থেকে ৪ হাজার কোটি টাকা।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টায় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবের উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
জেলা প্রশাসক জানান,
“এ উপজেলায় বর্তমানে প্রায় ২০ হাজার আমচাষী রয়েছেন। ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১.২০ লক্ষ মেট্রিক টন আম উৎপাদনের।"
১০০ জন আমচাষীর জন্য নিরাপদ ও উত্তম কৃষি প্রশিক্ষণ
আমের জাত ও উদ্ভাবনী পণ্যের স্টল ও প্রদর্শনী
সেমিনার: আম প্যাকেজিং, চেইন ও এক্সপ্রোর্ট প্রসেসিং
কুরিয়ার সুবিধায় প্রোডাক্ট শিপমেন্ট সেবা
বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান
সেমিনার: রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণে আধুনিকায়ন
আম ভোজন প্রতিযোগিতা
সেরা আমচাষীদের সার্টিফিকেট ও পুরস্কার প্রদান
আবুল কালাম আজাদ, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেন:
“এই উদ্যোগ বাংলাদেশের আম শিল্পে নতুন দিগন্ত খুলবে।”
সোহেল রানা, পরিচালক, বরেন্দ্র এগ্রোপার্ক:
“আম সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকলে কৃষকের লাভহানি হয়। ভেজাল কিটনাশকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দরকার।”
আরও বক্তব্য রাখেন:
রফিকুল ইসলাম বেনু চৌধুরী, মাহবুবুল আলম, আবুল খায়ের তরুণ, ওসি আব্দুল আজিজ প্রমুখ।
মেলায় ছিল:
বিভিন্ন জাতের আচার, আমসত্ত, আমের পিঠা
বহু জাতের আম ও চারাগাছের স্টল
উদ্যোক্তা ও স্টার্টআপদের অংশগ্রহণ
উপজেলা প্রশাসনের সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারী
স্থানীয় স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী
অসংখ্য আমচাষী ও কৃষি উদ্যোক্তা
#ম্যাংগোফেস্টিভ্যাল২০২৫ #সাপাহার #নওগাঁ #বাংলাদেশ_আম #কৃষি_উন্নয়ন #আমচাষ #ফলমেলা #বাংলাদেশ_বাণিজ্য #ExportMango #MangoBusiness