ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫
আপডেট : ১৮ জুলাই ২০২৫
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে স্টারলিংকের সেবা ও পরিকল্পনা সংক্রান্ত ব্রিফিং সেশনে এই ঘোষণা দেন তিনি।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন:
“উপকূলীয় বন্যা-ঝুঁকিপূর্ণ ও পিছিয়ে পড়া অঞ্চলগুলোতে স্টারলিংকের মাধ্যমে সবার আগে ইন্টারনেট সংযোগ দেওয়া হবে।”
তিনি আরও বলেন,
“গত বছরের ১৭ জুলাই দেশে ইন্টারনেট শাটডাউন হয়েছিল। বর্ষপূর্তির এই দিনে আজ আমি ঘোষণা দিচ্ছি—বাংলাদেশে আর কখনো ইন্টারনেট বন্ধ হবে না।”
ইন্টারনেট অবকাঠামো ও ডিজিটাল অধিকার সুরক্ষায় সরকার টেলিযোগাযোগ আইনে সংশোধন আনার পরিকল্পনাও হাতে নিচ্ছে।
“ভবিষ্যতে যেন কেউ ইচ্ছামতো ইন্টারনেট বন্ধ করতে না পারে, সেই উদ্দেশ্যেই সংশোধনী আসছে,” — বলেন তৈয়্যব।
📡 উপকূলীয় ও দুর্যোগপ্রবণ এলাকায় স্টারলিংক সংযোগ অগ্রাধিকার
🔐 ইন্টারনেট স্বাধীনতা নিশ্চিত করতে আইন সংস্কার
❌ ইন্টারনেট শাটডাউনের যুগের অবসান ঘোষণা
💬 প্রযুক্তি খাতে নীতিনির্ধারণে আন্তর্জাতিক মান বজায় রাখার অঙ্গীকার
#ইন্টারনেট_স্বাধীনতা #StarlinkBangladesh #ডিজিটাল_নিরাপত্তা #InternetShutdown #FaiazTayeb #DigitalBangladesh #ICTPolicy #ConnectivityForAll