ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫
আপডেট : ০৭ জুলাই ২০২৫
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হুতি যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে একাধিক আক্রমণ চালানোর পর এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়। তবে হামলায় তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থান | ধরণ | ফলাফল |
---|---|---|
হোসেইন বন্দর | বাণিজ্যিক বন্দর | ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি |
রাস ইসা বন্দর | তেলবাহী বন্দর | ‘গ্যালাক্সি লিডার’ জাহাজে হামলা |
সালিফ বন্দর | শস্যবাহী বন্দর | কার্যক্রম বন্ধ |
রাস কান্তিব | বিদ্যুৎকেন্দ্র | হোদেইদাহ শহরে পুরো ব্ল্যাকআউট |
হামলার পর হুদেইদাহ শহরের প্রধান বিদ্যুৎকেন্দ্র অচল হয়ে পড়ে। পুরো শহর বিদ্যুৎবিচ্ছিন্ন, সাধারণ মানুষের দুর্ভোগ চরমে।
স্থানীয়রা জানান, বন্দর এলাকায় একাধিক বিস্ফোরণ হয়েছে, আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে আটটি ছোট নৌকা থেকে গুলি ও গ্রেনেড নিক্ষেপ করা হয়। এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি, তবে হুতি জড়িত থাকতে পারে বলে আশঙ্কা করছে পশ্চিমা নিরাপত্তা সংস্থাগুলো।
রাস ইসা বন্দরে ‘গ্যালাক্সি লিডার’ নামের একটি জাহাজে নতুন করে হামলা চালানো হয়েছে, যা ২০২৩ সালের শেষ দিকে হুতিদের হাতে দখল হয়।
এক মুখপাত্র জানান, স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি হামলা প্রতিহত করা হয়েছে।
হুতিনিয়ন্ত্রিত আল মাসিরা টিভি জানায়, ইসরায়েল বন্দর খালি করতে সতর্কবার্তা দেওয়ার পরপরই হামলা চালিয়েছে।
গাজা যুদ্ধ শুরুর পর হুতি যোদ্ধারা ইসরায়েল ও ইসরায়েল-মিত্র জাহাজে একাধিক হামলা চালায়।
হুতিদের দাবি: ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এসব হামলা।
এর ফলে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে, যা বিশ্ববাণিজ্যে প্রভাব ফেলছে।
#YemenAttack #IsraelHouthiConflict #RedSeaSecurity #HodeidahBlackout #GalaxyLeaderAttack #IsraelYemenTensions #MiddleEastCrisis #HouthiMissiles #PortStrikesYemen