ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫
আপডেট : ১৫ জুলাই ২০২৫
বৈঠকে প্রেসিডেন্ট শি এসসিওভুক্ত দেশগুলোর মধ্যে আঞ্চলিক নিরাপত্তা ও বহুপক্ষীয় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন,
“শাংহাই স্পিরিটের ভিত্তিতে এসসিও একটি কার্যকর প্ল্যাটফর্ম হয়ে উঠেছে যা আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক উন্নয়নের জন্য অপরিহার্য।”
চীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এবারের এসসিও বৈঠকে অংশ নিতে তিয়ানজিনে পৌঁছান ইসহাক দার, যেখান থেকে তিনি পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিল মিটিংয়ে পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বেইজিংয়ে পৌঁছানোর পর তাঁকে স্বাগত জানান চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা ইউ হং এবং পাকিস্তানের রাষ্ট্রদূত খলিলুর রহমান হাশমি।
এ বছরের এসসিওর প্রতিপাদ্য ছিল:
“শাংহাই স্পিরিটের ধারক: এসসিওর কার্যক্রম”,
যার আওতায় আঞ্চলিক সন্ত্রাসবিরোধী সহযোগিতা, অর্থনৈতিক সংহতি এবং যৌথ নিরাপত্তা উদ্যোগে জোর দেওয়া হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উপপ্রধানমন্ত্রী দার আঞ্চলিক সংযুক্তি, শান্তি এবং অর্থনৈতিক অগ্রগতির প্রতি পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বলেন:
“এসসিওর যে কোনো উদ্যোগে ইসলামাবাদ সবসময়ই সমর্থন দিয়ে আসছে এবং তা অব্যাহত থাকবে।”
বেইজিং সফরের অংশ হিসেবে ইসহাক দার ফোনে কথা বলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস-এর সঙ্গে। আলোচনায় উঠে আসে— জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তানের চলমান সভাপতিত্ব, বৈশ্বিক শান্তি রক্ষার প্রচেষ্টা এবং বহুপক্ষীয় কূটনৈতিক দৃষ্টিভঙ্গি।
দার মহাসচিবকে পাকিস্তানের গৃহীত নানা কূটনৈতিক উদ্যোগ সম্পর্কে অবহিত করেন এবং নিরাপত্তা পরিষদে আরও ঘনিষ্ঠ যোগাযোগ চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হন।
তিনি জাতিসংঘের মানবিক কার্যক্রম এবং শান্তিরক্ষার প্রচেষ্টার প্রশংসা করেন এবং সংস্থাটির প্রতি পাকিস্তানের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।
#SCO2025 #IshaqDar #XiJinping #PakistanChinaRelations #ShanghaiCooperationOrganization #RegionalSecurity #MultilateralDiplomacy #UNPakistan #AntonioGuterres #BilateralTalks #AsiaPolitics #TianjinSummit #PakChinaTies