ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ৩০ জুন ২০২৫
আপডেট : ৩০ জুন ২০২৫
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, যেসব পদে পূর্ণকালীন ও স্থায়ী নিয়োগের প্রয়োজন নেই, সেসব পদে পার্টটাইম ভিত্তিতে শিক্ষার্থীদের নিয়োগ দেওয়া হবে।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ সজীব লেখেন,
“আমরা সরকারের বিভিন্ন অফিসে পার্টটাইম চাকরিতে নিয়োগ দিতে চাই শিক্ষার্থীদের। বিভিন্ন দপ্তরে এমন কিছু পদ আছে যেখানে ফুলটাইমে স্থায়ী নিয়োগের দরকার পড়ে না। এ ধরনের পদে শিক্ষার্থীরা দায়িত্ব পালন করলে সরকারের ব্যয়ও কমবে, একই সঙ্গে শিক্ষার্থীদের আর্থিক স্বচ্ছলতাও আসবে।”
গত শনিবার (২৮ জুন) ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেও তিনি বিষয়টি উল্লেখ করেন। সেখানে তিনি বলেন,
“বিভিন্ন উন্নত দেশের মতো, ৫ আগস্টের পরে ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে প্রায় এক হাজার শিক্ষার্থীকে পার্টটাইম ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। এই মডেল অনুসরণ করে আমরা সরকারি বিভিন্ন অফিসেও শিক্ষার্থীদের নিয়োগ দিতে চাই।”
তিনি আরও জানান, ইতোমধ্যে এ বিষয়ে নীতিগত আলোচনা শুরু হয়েছে এবং বাস্তবায়নের প্রক্রিয়াও চলমান।
#শিক্ষার্থীদেরচাকরি #পার্টটাইমচাকরি #সরকারিচাকরি #আসিফমাহমুদসজীব #সরকারিপদে_নিয়োগ #ছাত্রছাত্রীদের_আর্থিক_স্বচ্ছলতা #বাংলাদেশসরকার