ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫
আপডেট : ০৭ জুলাই ২০২৫
সোমবার (৭ জুলাই) ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
এনবিআর চেয়ারম্যান বলেন,
“গত ২০২৪-২৫ অর্থবছরের ৩০ জুন পর্যন্ত আমাদের রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা। এনবিআরের আওতাধীন সব কর্মকর্তাই স্বাভাবিক গতিতেই কাজ করেছেন। রাজস্ব আদায় নিয়ে কোনো আতঙ্ক বা শঙ্কার কারণ নেই।”
তবে আগের অর্থবছরের তুলনায় রাজস্ব আদায়ে কিছুটা কমতি দেখা গেছে। ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছিল ৩ লাখ ৮২ হাজার ৫৬২ কোটি টাকা, অর্থাৎ এবারে আদায় কমেছে প্রায় ১৪ হাজার ৩৮৫ কোটি টাকা।
এনবিআর চেয়ারম্যান জানান, শিগগিরই কাস্টমস ডিওটি (Duty Order Ticket) অটোমেটেড চালান সিস্টেমের (A-Challan) আওতায় আসছে।
“এই নতুন ব্যবস্থা চালু হলে পণ্য খালাস প্রক্রিয়া সহজ ও দ্রুত হবে। এর মাধ্যমে রাজস্ব সরাসরি সরকারি কোষাগারে যাবে। আশা করছি, আগামী এক সপ্তাহের মধ্যেই এটি পুরোপুরি চালু হবে।”
তিনি আরও বলেন, কাস্টমসের ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে এ পদক্ষেপ রাজস্ব ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও কার্যকর করবে।
বিশেষজ্ঞদের মতে, রাজস্ব আদায়ের পরিমাণ কিছুটা কম হওয়ার কারণ হতে পারে:
মূল্য সংযোজন কর (ভ্যাট) ও শুল্ক নীতিমালায় পরিবর্তন
কিছু পণ্য আমদানি হ্রাস
করদাতাদের অপ্রতুল সাড়া
রাজনৈতিক বা অর্থনৈতিক স্থবিরতা
তবে এনবিআর বলছে, চলতি অর্থবছরে ঘাটতি পূরণে কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।