ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০২ জুলাই ২০২৫
আপডেট : ০২ জুলাই ২০২৫
বুধবার (২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার হোসেন।
সচিব আখতার হোসেন বলেন,
“কমিশন এনআইডি সংশোধনের ক্রাশ প্রোগ্রামকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। এ কারণেই এত দ্রুত এই সফলতা এসেছে।”
তবে যেসব আবেদন এখনো নিষ্পত্তি হয়নি, তার বেশিরভাগেই তথ্য অসঙ্গতি, যাচাই জটিলতা ইত্যাদি সমস্যা রয়েছে বলে জানান তিনি।
জাতীয় পরিচয়পত্রের তথ্য সুরক্ষা নিশ্চিত করতে ওটিপি (One-Time Password) ব্যবস্থাকে বাধ্যতামূলক করা হচ্ছে বলেও জানান সচিব। তিনি বলেন,
“এখন থেকে নিজস্ব মোবাইল নম্বর ছাড়া কেউ এনআইডি সংশোধন বা ডাউনলোড করতে পারবে না। এতে তথ্য ফাঁসের ঝুঁকি কমবে এবং নিরাপত্তা বৃদ্ধি পাবে।”
তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে কমিশনের সার্ভার ও তথ্যভাণ্ডারে আধুনিক নিরাপত্তা প্রযুক্তি সংযোজন করা হচ্ছে বলে জানান তিনি।
“এনআইডির তথ্য যেন বাইরে না যায়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হচ্ছে,”— বলেন আখতার হোসেন।
এদিকে, গতকাল (১ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন,
“নির্বাচন কমিশন বর্তমানে চারটা গিয়ারে ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছে। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত নির্বাচন প্রস্তুতির কাজ চলেছে।”
তিনি বলেন,
“নানাবিধ চ্যালেঞ্জের মধ্যেও সরকার যখন চাইবে, তখনই নির্বাচন সম্পন্ন করার মতো প্রস্তুতি আমাদের রয়েছে।”
নির্বাচন নিয়ে সরকারের মনোভাব সম্পর্কে সিইসি বলেন,
“প্রধান উপদেষ্টা আন্তরিক এবং নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। তিনি আমাদের প্রস্তুতি জানতে চেয়েছিলেন। আমরাও তাকে জানিয়েছি—আমরা প্রস্তুত।”
“প্রধান উপদেষ্টা নিরপেক্ষ, আমরাও নিরপেক্ষ—আমরা একই ওয়েবলেন্থে আছি।”
#NIDসংশোধন #নির্বাচনকমিশন #ইসি #জাতীয়পরিচয়পত্র #ওটিপি #ইভোটার #আখতারহোসেন #সিইসি #নির্বাচন২০২৫ #বাংলাদেশভোট