ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫
আপডেট : ০৩ জুলাই ২০২৫
বৃহস্পতিবার সকালে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে কিট হস্তান্তর করা হয়। কিটগুলো হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কর্মকর্তা ড. লিউ ইউয়িন।
ড. লিউ ইউয়িন জানান, বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন এটি। ভবিষ্যতেও যেকোনো জরুরি পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করতে চীন প্রস্তুত রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। সাংবাদিকদের তিনি জানান, “ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। দেশের যেসব এলাকায় রেড জোন হিসেবে চিহ্নিত হয়েছে, সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
তিনি আরও আহ্বান জানান, “ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার আগেই স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলা জরুরি।”
বর্তমানে দেশের ৬২টি জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। অনেক জায়গায় শনাক্তকরণ কিট ও চিকিৎসা সামগ্রীর ঘাটতি দেখা দিয়েছে। এমন বাস্তবতায় চীন সরকারের এই সহযোগিতা দেশের স্বাস্থ্যখাতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
#ডেঙ্গু #বাংলাদেশচীনসম্পর্ক #স্বাস্থ্যখাত #স্বাস্থ্যঅধিদপ্তর #চীনেরসহায়তা #ডেঙ্গু2025 #মহাখালী #ডেঙ্গুপ্রতিরোধ