ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০২ জুলাই ২০২৫
আপডেট : ০২ জুলাই ২০২৫
বুধবার (২ জুলাই) রাজধানীতে এসএমই ফাউন্ডেশন ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টার মতে:
ব্যাংক খাতে কাঠামোগত দুর্বলতা দূর করা হবে
ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ানো হবে
গ্রাহক আস্থা ফেরাতে ব্যবস্থাপনাগত পরিবর্তন আনা হবে
এসএমই খাতকে আধুনিকায়ন করতে নীতিগত সংস্কার হবে
তিনি বলেন,
“সংস্কার কার্যক্রমে গতি আনা হয়েছে। ডিসেম্বরের মধ্যেই বড় ধরনের অগ্রগতি দেখা যাবে।”
সংস্কার বাস্তবায়নের প্রেক্ষাপটে তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এর সঙ্গে আলোচনা প্রসঙ্গে বলেন,
“জাতীয় রাজস্ব বোর্ড (NBR)-এর বিভক্তি সংক্রান্ত জটিলতার কারণে IMF কিস্তি ছাড়ের আলোচনায় বসতে চায়নি। NBR চেয়ারম্যানের চিঠিকে আমলে না নেওয়ায় আমাকে ব্যাখ্যা দিতে হয়েছে।”
ড. সালেহউদ্দিন বলেন,
“অর্থনীতিতে এসএমই খাতের অবদান অনেক। উন্নত দেশগুলোতেও এই খাত শক্তিশালী। বাংলাদেশেও নারীর ক্ষমতায়নে এসএমই খাত সবচেয়ে কার্যকর প্রমাণিত হয়েছে।”
তিনি আরও বলেন:
প্রযুক্তির মাধ্যমে এসএমই খাত আধুনিকায়ন জরুরি
বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়কে আরও কার্যকর হতে হবে
ব্যাংকার ও নীতিনির্ধারকদের মধ্যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনা দরকার
বর্তমানে ব্যাংক খাতে অনিয়ম, খেলাপি ঋণ এবং দুর্বল তদারকি নিয়ে সমালোচনা রয়েছে। একইসঙ্গে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে এসএমই খাতকে প্রাধান্য দেওয়ার দাবিও জোরালো হচ্ছে। চলমান IMF ঋণ কর্মসূচির অন্যতম শর্ত হচ্ছে ব্যাংক খাত সংস্কার।
#ব্যাংকসংস্কার #অর্থউপদেষ্টা #এসএমইখাত #ডসালেহউদ্দিন #অর্থনীতি #IMF #বাংলাদেশব্যাংক